এক পলকের একটু দেখা
কিশোর কুমার গীত
লুকোচুরি চলচ্চিত্রে ব্যবহৃত
(পৃ. ১)
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
ওগো সাড়া দিতে
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
স্বপ্নে হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভালো হয়
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভালো হয়
এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে শুধু ইশারাতে
এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।