এখানে দিনের রং বদলায়/আমার মহিরুহ পতনের দিন
(পৃ. ২৮)
আমার মহিরুহ পতনের দিন
মনে আছে, সে দিন সকালে আকাশে মেঘ ছিল না
ভ্যাপসা গরম, অসাড় মা শুয়ে আছেন পরপারের
যাত্রী হওয়ার অপেক্ষায়।
সিলিং ফ্যান ঘুরছে
তবু গরমে অতিষ্ঠ সবাই।
মা শুয়ে আছেন সব কিছুর উর্ধ্বে।
এরই ফাঁকে মায়ের অদৃশ্য রথ এল
সবাইকে ফাঁকি দিয়ে গেলেন মা।
পরক্ষণে শুরু হল আকাশ ভেঙে পড়া বৃষ্টি।
সেই যে বৃষ্টি নামল মায়ের বুজে যাওয়া দু’চোখ বেয়ে
দিন কয়েকের অঝোর ধারায় ভেসে গেল
খাল, বিল, হাওর, নালা সব।
নদীতে বান ডাকল
সেই বানে ভেসে গেল শহর শিলচর।