এখানে দিনের রং বদলায়/পুতুলনাচ
(পৃ. ৫০)
পুতুলনাচ
একটা পুতুল উঠোন জুড়ে নাচছে
কখনও ধ্রুপদি তো কখনও ভারতনাট্যম।
নৃত্যের ঘন ঘন ভঙ্গিমা বদলে
উঠোনের মাটি কাঁপছে।
দর্শক মুহুর্মুহু হাততালি দিয়ে উল্লাস জানায়
পুতুলের উৎসাহ বেড়ে চলে।
ভালুক নাচে, পথচারী আনন্দে নাচে
কখনও হাসে ভালুক, কখনও উঠে দাঁড়ায় মানুষের মতো।
একজনের হাতে বাঁধা দড়ির ইশারায়
ভালুক পথচারীর মনোরঞ্জন করে চলে।
খেলা দেখিয়ে ক্লান্ত ভালুক একটু বিশ্রাম চায়
দড়ি হাতে মনিব তার লাগায় বেত্রাঘাত।
রেগে উঠে ভালুক মনিবকে খেঁকিয়ে উঠে
মনিবের রক্তচক্ষু দেখে ভয়ে আবার খেলা দেখায়।
উঠোনের পুতুলগুলি একজনের সুতোয় বাঁধা
সুতোর ইশারায় পুতুল নাচে
দর্শক হাততালি দেয়।
আমাদের উঠোন আর পথে এখন
ভালুক আর পুতুল নাচের খেলা জমে উঠেছে বেশ।