এখানে দিনের রং বদলায়/বেঁচে আছি

বেঁচে আছি

আছি। বেঁচে আছি।
ভীষণরকম ভাবে বেঁচে আছি।
অস্তিত্বের শেকড়সহ
রুচি, অভিরুচি, ঘ্রাণ, অঘ্রাণ নিয়ে বেঁচে আছি।
তোমরা যারা সন্দেহ করো আমার বেঁচে থাকা নিয়ে
তাদের বলছি, আমি যেমন বেঁচে আছি
তোমরা তেমন আছ কি না!
অস্থি মজ্জা নিয়ে আমি ভীষণরকম বেঁচে আছি।
ষড় রিপুর গেরস্থালি নিয়ে শরশয্যায় আছি কিন্তু বেশ।
তবে মাঝে মাঝে মেরুদণ্ডে টান অনুভব করি।
কারা যেন মেরুদণ্ড ধরে জোরসে টান মারে।