সম্পর্ক

(কবির জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তির পরিপ্রেক্ষিতে)


নীলমণি ফুকনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই
নেই কোনও লেনাদেনা
না থাকারই কথা,
আমার কোনও আত্মীয় কুটুম্ব নন তিনি
নেই রক্তের কোনও বাঁধন।
আমি কোনওদিন যাইনি তাঁর বাড়ি
যদিও গেছেন অনেকে।
ফিরে এসে স্বর্গীয় উপমা স্বরূপ বাড়িটি নিয়ে লিখেছেন কবিতাও।

তিনি চেনেন না আমাকে,
সে সুযোগও আসেনি কোনওদিন। তেমন সম্ভাবনাটুকুও ছিল না।

ভণিতা না করে সোজাসাপটাই বলা যায়
আমি তাঁকে জানি যৎসামান্যই
তাঁর কবিতার অলিন্দে ঘুরাফেরা করতে করতে।
সাগর সদৃশ এই কবির কবিতা কতটুকুই বা জানি।
তবু আমি তাঁর কবিতার পাঠক

কবি নীলমণি ফুকন এখন আমার পরম আত্মীয়।