হিসেব

যাকে বলি এগিয়ে চলতে
সে পথ হারিয়ে ফেলে
যাকে বলি বলি জীবনটা খুব সুন্দর
তার হাতে দেখি বাসি ফুল
যাকে বলি চোখ মুছে নিতে
সে ভাসায় অশ্রুজল

আমার কোনটা ঠিক কোনটা বেঠিক
তার হিসেবে তালগোল পাকিয়ে ফেলি।