কড়ি ও কোমল/গীতোচ্ছাস
(পৃ. ১৯৫)
( ১৯৫ )
গীতােচ্ছাস।
নীরব বাঁশরী খানি বেজেছে আবার!
প্রিয়ার বারতা বুঝি এসেছে আমার
বসন্ত কানন মাঝে বসন্ত সমীরে!
তাই বুঝি মনে পড়ে ভােলা গান যত!
তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে
পুরাতন হাসি গুলি ফুটে শত শত!
তাই বুঝি হৃদয়ের বিস্মৃত বাসনা
জাগিছে নবীন হ’য়ে পল্লবের মত!
জগত কমল বনে কমল-আসনা
কত দিন পরে বুঝি তাই এল ফিরে!
সে এলনা এল তার মধুর মিলন,
বসন্তের গান হ’য়ে এল তার স্বর,
দৃষ্টি তার ফিরে এল—কাথা সে নয়ন?
চুম্বন এসেছে তার—কোথা সে অধর?