কণিকা/অদৃশ্য কারণ
< কণিকা
(পৃ. ৮৮)
অদৃশ্য কারণ
রজনী গোপনে বনে ডালপালা ভ’রে
কুঁড়িগুলি ফুটাইয়া নিজে যায় সরে।
ফুল জাগি বলে, ‘মোরা প্রভাতের ফুল।’
মুখর প্রভাত বলে, ‘নাহি তাহে ভুল।’
অদৃশ্য কারণ
রজনী গোপনে বনে ডালপালা ভ’রে
কুঁড়িগুলি ফুটাইয়া নিজে যায় সরে।
ফুল জাগি বলে, ‘মোরা প্রভাতের ফুল।’
মুখর প্রভাত বলে, ‘নাহি তাহে ভুল।’