কণিকা/অযোগ্যের উপহাস
< কণিকা
(পৃ. ৪৬)
অযোগ্যের উপহাস
নক্ষত্র খসিল দেখি দীপ মরে হেসে;
বলে, ‘এত ধুমধাম, এই হল শেষে।’
রাত্রি বলে, ‘হেসে নাও, ব’লে নাও সুখে
যতক্ষণ তেলটুকু নাহি যায় চুকে।’
অযোগ্যের উপহাস
নক্ষত্র খসিল দেখি দীপ মরে হেসে;
বলে, ‘এত ধুমধাম, এই হল শেষে।’
রাত্রি বলে, ‘হেসে নাও, ব’লে নাও সুখে
যতক্ষণ তেলটুকু নাহি যায় চুকে।’