কণিকা/অসম্পূর্ণ সংবাদ
< কণিকা
(পৃ. ৯)
অসম্পূর্ণ সংবাদ
চকোরী ফুকারি কাঁদে, ‘ওগো পূর্ণ চাঁদ,
পণ্ডিতের কথা শুনি গণি পরমাদ।
তুমি নাকি এক দিন রবে না ত্রিদিবে,
মহাপ্রলয়ের কালে যাবে নাকি নিবে।
হায় হায় সুধাকর, হায় নিশাপতি,
তা হইলে আমাদের কী হইবে গতি।’
চাঁদ কহে, ‘পণ্ডিতের ঘরে যাও প্রিয়া,
তোমার কতটা আয়ু এস শুধাইয়া।’