কণিকা/আত্মশত্রুতা
< কণিকা
(পৃ. ১৬)
আত্মশক্রতা
খোঁপা আর এলোচুলে বিবাদ হামাসা,
পাড়ার লোকেরা জোটে দেখিতে তামাশা।
খোঁপা কয়, ‘এলোচুল, কী তোমার ছিরি।’
এলো কয়, ‘খোঁপা তুমি রাখো বাবুগিরি।’
খোঁপা কহে, ‘টাক ধরে, হই তবে খুশি।’
‘'তুমি যেন কাটা পড়’ এলো কয় রুষি।
কবি মাঝে পড়ি বলে, ‘মনে ভেবে দেখ্,
দুজনেই এক তোরা, দুজনেই এক।
খোঁপা গেলে চুল যায়–চুলে যদি টাক,
খোঁপা, তবে কোথা রবে তব জয়ঢাক।’