কণিকা/গ্রহণে ও দানে
< কণিকা
(পৃ. ৭০)
গ্রহণে ও দানে
কৃতাঞ্জলি কর কহে, ‘আমার বিনয়,
হে নিন্দুক, কেবল নেবার বেলা নয়।
নিই যবে নিই বটে অঞ্জলি জুড়িয়া,
দিই যবে সেও দিই অঞ্জলি পুরিয়া।’
গ্রহণে ও দানে
কৃতাঞ্জলি কর কহে, ‘আমার বিনয়,
হে নিন্দুক, কেবল নেবার বেলা নয়।
নিই যবে নিই বটে অঞ্জলি জুড়িয়া,
দিই যবে সেও দিই অঞ্জলি পুরিয়া।’