কণিকা/পর ও আত্মীয়
< কণিকা
(পৃ. ৮৬)
পর ও আত্মীয়
ছাই বলে, ‘'শিখা মোর ভাই আপনার।’
ধোঁয়া বলে, ‘আমি তো যমজ ভাই তার।’
জোনাকি কহিল, ‘মোর কুটুম্বিতা নাই,
তোমাদের চেয়ে আমি বেশি তার ভাই।’
পর ও আত্মীয়
ছাই বলে, ‘'শিখা মোর ভাই আপনার।’
ধোঁয়া বলে, ‘আমি তো যমজ ভাই তার।’
জোনাকি কহিল, ‘মোর কুটুম্বিতা নাই,
তোমাদের চেয়ে আমি বেশি তার ভাই।’