ভার

টুনটুনি কহিলেন, ‘রে ময়ুর, তোকে
দেখে করুণায় মোর জল আসে চোখে।’
ময়ুর কহিল, ‘বটে! কেন কহ শুনি,
ওগো মহাশয় পক্ষী, ওগো টুনটুনি।’
টুনটুনি কহে, ‘এ যে দেখিতে বেআড়া,
দেহ তব যত বড়ো পুচ্ছ তারো বাড়া।
আমি দেখো লঘুভারে ফিরি দিনরাত,
তোমার পশ্চাতে পুচ্ছ বিষম উৎপাত।’
ময়ুর কহিল, ‘শোক করিয়ো না মিছে—
জেনো ভাই, ভার থাকে গৌরবের পিছে।’