স্পষ্টভাষী

বসন্ত এসেছে বনে; ফুল ওঠে ফুটি;
দিনরাত্রি গাহে পিক, নাহি তার ছুটি।
কাক বলে, ‘অন্য কাজ নাহি পেলে খুঁজি—
বসন্তের চাটুগান শুরু হল বুঝি।’
গান বন্ধ করি পিক উঁকি মারি কয়,
‘তুমি কোথা হতে এলে কে গো মহাশয়।’
‘আমি কাক স্পষ্টভাষী’ কাক ডাকি বলে।
পিক কয়, ‘তুমি ধন্য, নমি পদতলে।
স্পষ্ট ভাষা তব কণ্ঠে থাক্ বারো মাস,
মোর থাক্‌ মিষ্ট ভাষা আর সত্য ভাষ।’