স্বদেশদ্বেষী

কেঁচে কয়, ‘নীচ মাটি, কালো তার রূপ।’
কবি তারে রাগ ক’রে বলে, ‘চুপ! চুপ!
তুমি যে মাটির কীট, খাও তারি রস—
মাটির নিন্দায় বাড়ে তোমারি কি যশ।’