কণিকা/স্বাধীনতা
< কণিকা
(পৃ. ৮২)
স্বাধীনতা
শর ভাবে, ‘ছুটে চলি, আমি তো স্বাধীন,—
ধনুকটা এক ঠাঁই বদ্ধ চিরদিন।’
ধনু হেসে বলে, ‘শর, জান না সে কথা—
আমারি অধীন জেনো তব স্বাধীনতা।’
স্বাধীনতা
শর ভাবে, ‘ছুটে চলি, আমি তো স্বাধীন,—
ধনুকটা এক ঠাঁই বদ্ধ চিরদিন।’
ধনু হেসে বলে, ‘শর, জান না সে কথা—
আমারি অধীন জেনো তব স্বাধীনতা।’