কত দূরে আর নিয়ে যাবে বলো
মান্না দে গীত
(পৃ. ১)
কতদূরে আর নিয়ে যাবে বলো
কোথায় পথের প্রান্ত
ঠিকানা হারানো চরণের গতি
হয়নি কি তবু ক্লান্ত
কতদূরে আর নিয়ে যাবে বলো
পিছনের পথে উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার
বল তবে ওগো কবে হবে অভিসার
পিছনের পথে উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার
বল তবে ওগো কবে হবে অভিসার
তৃষিত আশারে
কোরো না কোরো না
কোরো না গো তুমি ভ্রান্ত
কতদূরে আর নিয়ে যাবে বলো
তবুও তো যেতে হবে
কাটা বিঁধে পায়ে যদি গো রক্ত ঝরে
অশ্রুতে মোর তবু হাসি ছুঁয়ে রবে
তবুও তো যেতে হবে
প্রদীপের পায়ে প্রজাপতি তার প্রেম
করে গো সমর্পণ
সে তো মরণের কাছে জীবনের নিবেদন
প্রদীপের পায়ে প্রজাপতি তার প্রেম
করে গো সমর্পণ
সে তো মরণের কাছে জীবনের নিবেদন
ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত
কতদূরে আর নিয়ে যাবে বলো
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।