কথামালা (১৯৪৪)/খরগস ও শিকারী কুকুর
(পৃ. ৩৫-৩৬)
খরগস ও শিকারী কুকুর।
কোন জঙ্গলে, এক শিকারী কুকুর, একটী খরগসকে ধরিবার নিমিত্ত, তাহার পশ্চাৎ ধাবমান হইল। খরগস, প্রাণের ভয়ে এত দ্রুত দৌড়িতে লাগিল যে, কুকুর অতি বেগে দৌড়িয়াও তাহাকে ধরিতে পারিল না; খরগস, একেবারে দৃষ্টির বাহির হইয়া গেল। এক রাখাল, এই তামাসা দেখিতেছিল; সে উপহাস করিয়া বলিল, কি আশ্চর্য্য! খরগস অতি ক্ষীণ জন্তু হইয়াও, কুকুরকে, বেগে পরাজিত করিল। ইহা শুনিয়া, কুকুর বলিল, ভাই হে, প্রাণের ভয়ে দৌড়ান, আর আহারের চেষ্টায় দৌড়ান, এ উভয়ের কত অন্তর, তা তুমি জান না।
জঙ্গলে-বনে, কাননে, অরণ্যে। |
অতিবেগে—অত্যন্ত জোরে। |
|