কথামালা (১৯৪৪)/জলমগ্ন বালক

জলমগ্ন বালক।

এক বালক পুষ্করিণীতে স্নান করিতেছিল। হঠাৎ অধিক জলে পড়িয়া, তাহার মরিবার উপক্রম হইল। দৈবযোগে সেই সময়ে ঐ স্থান দিয়া এক ব্যক্তি যাইতেছিলেন। বালক, তাঁহাকে দেখিতে পাইয়া কাতরবাক্যে বলিল, “ওগো মহাশয়, আপনি কৃপা করিয়া আমায় তুলুন, নতুবা আমি ডুবিয়া মরি।” তিনি অগ্রে তাহাকে জল হইতে উঠাইয়া, ভর্ৎসনা করিতে লাগিলেন। তখন ঐ বালক বলিল, “আগে আমায় উঠাইয়া, পরে ভর্ৎসনা করিলে ভাল হয়। আপনার ভর্ৎসনা করিতে করিতে আমার প্রাণত্যাগ হয়।” জলমগ্ন—যে জলে ডুবিয়া গিয়াছে। উপক্রম—আরম্ভ, উদ্যম।

দৈবযোগে-হঠাৎ, দৈবাৎ। কাতযরবাক্যে—ব্যাকুলস্বরে।

মহাশয়-মহাত্মন্, মহানুভব। ভৎর্সনা-তিরস্কার।