কথামালা (১৯৪৪)/রোগী ও চিকিৎসক

রোগী ও চিকিৎসক।

কোনও চিকিৎসক, কিছু দিন এক রোগীর চিকিৎসা করিয়াছিলেন। সেই চিকিৎসকের হস্তেই, এ রোগীর মৃত্যু হয়। তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়, চিকিৎসক, তাঁহার আত্মীয়গণের নিকটে আক্ষেপ করিয়া বলিলেন, আহা, যদি এই ব্যক্তি আহারাদির নিয়ম করিয়া চলিতেন, সর্ব্বদা সকল বিষয়ে অত্যাচার না করিতেন, তাহা হইলে, ইঁহার অকালে মৃত্যু ঘটিত না। তখন মৃত ব্যক্তির এক আত্মীয় বলিলেন, কবিরাজ মহাশয়, আপনি যাহা বলিতেছেন, তাহা সত্যই বটে। কিন্তু, এক্ষণে আপনার এ উপদেশের কোনও ফল দেখিতেছি না। যখন সে ব্যক্তি জীবিত ছিলেন, এবং আপনার উপদেশ অনুসারে চলিতে পারিতেন, তখন তাঁহাকে এরূপ উপদেশ দেওয়া উচিত ছিল।

সময় বহিয়া গেলে উপদেশ দেওয়া বৃথা।

রোগী —যাহার পীড়া হইয়াছে।
অন্ত্যেষ্টিক্রিয়া—মৃত্যুর পর কর্তব্য কার্য্য।
আক্ষেপ-দুঃখ, খেদ।
অকালে-অসময়ে, অল্পবয়সে।

চিকিৎসক—যে চিকিৎসা করে।
আত্মীয়গণের-স্বজনগণের।
অত্যাচার-অনিয়ম।
উপদেশ—শিক্ষা।