কথামালা (১৯৪৪)/সিংহ ও মহিষ

সিংহ ও মহিষ।

একদা, এক সিংহ ও এক মহিষ, পিপাসায় কাতর হইয়া, এক সময়ে এক খালে জলপান করিতে গিয়াছিল। উভয়ের সাক্ষাৎ হওয়াতে, কে আগে জলপান করিবে, এই বিষয় লইয়া বিবাদ উপস্থিত হইল। উভয়েই প্রতিজ্ঞা করিল, প্রাণ যায় তাহাও স্বীকার, তথাপি বিপক্ষকে অগ্রে জলপান করিতে দিব না; সুতরাং উভয়ের যুদ্ধ ঘটিবার উপক্রম হইয়া উঠিল।

 এই সময়ে তাহার উর্ধে দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল, কতকগুলি কাক ও শকুনি তাহাদের মস্তকের উপর উড়িতেছে। দেখিয়া, তাহারা বুঝিতে পারিল, যুদ্ধে যাহার প্রাণনাশ হইবে, তাহার মাংস খাইবে বলিয়া, উহারা উড়িয়া বেড়াইতেছে। তখন তাহাদের বুদ্ধির উদয় হইল; এবং পরম্পর বলিতে লাগিল, আইস ভাই, ক্ষান্ত হই, আর বিবাদে কাজ নাই। অনর্থক বিবাদ করিয়া, কাকের ও শকুনির আহার হওয়া অপেক্ষা, বিনা বিবাদে জলপান করিয়া চলিয়া যাওয়া সৰ্বাংশে ভাল।

সাক্ষাৎ—দেখা।
উপক্রম-যোগাড়।
বিনা বিবাদে-ঝগড়া না করিয়া।

প্রতিজ্ঞা—পণ, অঙ্গীকার।
দৃষ্টিপাত করিয়া—চাহিয়া।
সর্ব্বাংশে—সকল প্রকারে।