[২৪] [২৫]

পরিচয়।

 তুমি কত দিন ইঙ্গলণ্ডহইতে আইলা।

 আমি আর বৎসর শ্রাবণ মাসে বাঙ্গলায় পহুঁছিলাম।

 তুমি ইংলণ্ড কি স্কটলণ্ডহইতে আইলা।

 আমার জন্মদেশ ঐর্ল্যণ্ড কিন্তু ইঙ্গল্যণ্ড ছাড়িয়া এখানে আইলাম।

 কোন পাঠশালায় বিদ্যা অভ্যাস করিয়াছ।

 প্রথমে আমি দব্লিনের এক পাঠশালায় ছিলাম তারপর ইটনে গেলাম।

 তুমি কি২ ভাষা শিখিলা।

 আমি তিন বৎসর লাটিন অভ্যাস করিলাম ও গ্রীক দুই বৎসর।

 তোমরা ইঙ্গলণ্ড ছাড়িয়া কয় মাসে এ দেশে পহুঁছিলা।

 আমরা সকল সুদ্ধা আট মাস ছিলাম তাহার মধ্যে পাঁচ মাস সমুদ্রের ওপর ছিলাম ও তিন মাস কেপে থাকিলাম।

 তোমরা আগমনে কিছু ব্যামোহ পাইলা কি না।

 এক কালে বড় ঝড় ছিল জাহাজ প্রায় মারা গিয়াছিল।

 কোন ভূমি প্রথম দেখিতে পাইলা।

 আমরা রাত্রি কালে নদী প্রবেশ করিলাম সকালে উঠিয়া কাল্পির সম্মুখে লঙ্গর ফেলিলাম।

 নদীতে হইলে কি ভাবিয়া।

 এত দিন জলের ওপর থাকিলে ভূমির দেখাতে বড় আনন্দ ছিল।


 লোককে দেখিলে মনে কি হইল।

 তাহা কেমন করিয়া বলিব সে আমার মনে নাই। কলিকাতায় পহুঁছিতে আমার বড় ইচ্ছা ছিল সে কারণ এক পান্সি ভাড়া লইয়া শীঘ্র করিয়া এখানে আইলাম।

ENQUIRIES ABOUT A VOYAGE.

 How long have you left England?

 I arrived in Bengal last year, in the month of Shrabuna.

 Did you come from England or Scotland?

 I was born in Ireland, but came from England hither.

 At what school was you educated?

 I was first at Dublin school, but afterwards went to Eton.

 What languages did you learn?

 I studied Latin three years, and Greek two years.

 How long was your voyage to this country?

 We were eight months in all: five months on the sea, and three months at the Cape.

 Had you any difficulties in your voyage or not?

 We had one great storm: the ship was near foundering.

 What land did you see first?

 We came into the river in the night, and anchored off Kulpee in the morning.

 What did you think when you got into the river?

 We had been so long on the water that I was very glad to see land.

 What did you think when you saw the people?

 How can I say that? I don't recollect. I was anxious to get to Calcutta, and therefore hired a pansee, and came up with all speed.