কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/২৯
(পৃ. ১০২)
২৯
যতটা যাওয়ার ছিল, গিয়েছি। এবার
ফেরার সময় হলো। ফিরব,
ফিরে যাব, কোন্ দিকে? কোথায়, কোথায়?
পথ ছিল কোনোদিন, আজ
সেখানেই কেন বয়ে যাচ্ছে ক্ষুরধার নদী, কেন?
যেতে যেতে কোথায় হারাল পথ
কেন এত নিরাশ্রয়?
ফেরার সময় হলো। ফিরব,
ফিরে যাব, কোন্ দিকে? কোথায়, কোথায়?
গিয়েছি, যতটা যাওয়ার ছিল। কেন,
এত দীর্ঘ যাওয়া কেন?