মেধাবী আঁধার উপড়ে নিচ্ছে আমাদের
শিকড়-বাকড়, শোকবার্তা লিখতে-লিখতে
খসে পড়ছে সমস্ত আঙুল, শুধু
রয়ে গেছে ফাঁকা নুলো হাত
তাহলে, জীবন বলতে
এই, এইটুকু মাত্র?
তবুও মেধাবী!
তবু?