কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/৬
(পৃ. ৯৪-৯৫)
৬
কার কাছে প্রতিদিন ফিরি? কার কাছে
বলে আসি
পুঞ্জ পুঞ্জ বাক্ রেখে যাই, এনে দিয়ো
ভাষার বিভাস?
কার কাছে শিখে নিই রোজ পল্লবিত লিপি
তবু থাকি একা
প্রতিরোধহীন? বলো, কার কাছে তুলে দিই
আমার প্রস্তুতি!