কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ইচ্ছে

ইচ্ছে

ছোট্ট একটা ইচ্ছে ছিল ইচ্ছে তো নয়
পাটকাঠি তাই দুমাৎ করে ভাঙছিল
ছোট্ট মতন সাধ ছিল জীবন মরণ চাইছিল
আর বুকে পাথর বাঁধছিল ইচ্ছে তো নয়।
পাটকাঠি তাই দুমাৎ করে ভাঙ্‌ছিল...
ভূতের বোঝা বইছিল রক্তে মরণ নাচছিল।
দুপুর-সন্ধে ফিরছিল সে মাথার ওপর চাপ ছিল
ইচ্ছে তো সেই শেষ-পারানি দূরে ভেসে যাচ্ছিল
ইচ্ছে বাদ সাধছিল দুপুর-সন্ধে ফিরছিল
ইচ্ছে তো নয় পাটকাঠি তাই দুমাৎ করে ভাঙছিল