কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/কালরাত্রি আজ প্রতিদিন
(পৃ. ৪২-৪৩)
কালরাত্রি আজ প্রতিদিন
দিনের পাপের ভারে নুয়ে পড়ছে রাতের ফসল
বিপুল নিসর্গ থেকে
নষ্ট চাদ উঠে আসছে ত্রাস ও নির্বেদে
ছিন্নমূল ব্যাকুলতা
গ্রহণের ছায়া হয়ে ছড়িয়ে পড়েছে।
পুড়ে যাচ্ছে প্রিয় বাসভূমি
দাহে, মন্বন্তরে
চাঁদ, ও চাঁদ তুমিও কী অর্ধেক ছায়া
গুটিয়ে নিয়েছ
রূপসীবাড়ির ওই গ্রামীন উঠোনে, খেয়া-পারানির
শেষ কীর্তিনাশা থেকে?
কালরাত্রি আজ প্রতিদিন, তাই
নির্বিকার ছোবলে-ছোবলে বিষ ঢেলে দিয়েছ তুমিও!