কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/কৃপণ আধুলি

কৃপণ আধুলি

হলুদ অলিন্দ ছুঁয়ে ভিখিরির কৃপণ আধুলি
সারারাত গড়িয়েছে।
গৃহস্থের নিকোনো উঠোনে, সারাদিন ভবঘুরে
রঙিন ঝুলিতে ছিল
হাড়হাভাতের ক্ষুধা, আধুলি-স্বভাবে ছিল।
আকাঙক্ষার সিঁদুরে মোহর
আঁচড় কেটেও ভিখিরির ক্ষুৎ-কাতরতা ভোলে নি সে
অনিবার্য হলুদের ছোপ
গায়ে মেখে গড়িয়েছে তাই ভাঙা সে-অলিন্দ ছুঁয়ে

কখনো বা জবুথবু হয়ে শুয়ে থাকে সে-ভিখিরি
কথা ও কানির পাশে
পড়ে থাকে টুটো-ফাটা রঙিন ঝুলিটি, সে-সময়
বিনীত ভঙ্গিতে পোহায় শীতের রোদ
কৃপণ আধুলি