কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/কোনোদিন প্রতিদিন
(পৃ. ২৯)
কোনোদিন প্রতিদিন
সমস্ত প্রকাশ্য পথ রুদ্ধ হয়ে যায়।
কোথাও তবুও কোনো।
পথ থাকে, গোপনে তাকেই
একদিন খুঁজে পাই মাত্রা ও যতির নিয়মে
কোনোদিন প্রতিদিন বৃষ্টি হয়, ছায়া হয়, শিশিরে
শিশির থাকে
কোনোদিন প্রতিদিন রোদ হয়, ফুলে-ফুলে কুসুমের
নবনীত ফোটে
সমস্ত মুখর শব্দ স্তব্ধ হয়ে যায়।
তবুও কোথাও গোলাপের
কনীনিকা হয়ে
বাণীর নীরব ফোটে
সমস্ত প্রকাশ্য পথ রুদ্ধ হয়ে গেলে
গভীরের ছবি
কোনোদিন প্রতিদিন ফোটে