কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/দুঃখ ৪৩
(পৃ. ৫২)
দুঃখ ৪৩
একটু একটু পুড়ছি যাতে ঝলসে যায়
গোলাপবালার একলা জেগে থাকা
একটু একটু উড়ছি যাতে ভেঙে যায়
অভিমানে নিবিড় ভুলের দিন
একটু একটু পাথর গড়ায় নদীর বুকে
দহন জমে ওঠে
একটু জাগে একটু পোড়ে একটু ভুলের
আড়াল ভেঙে দিয়ে
একটু একটু পুড়ছি যাতে ঝলসে যায়
অভিমানে নিবিড় ভুলের দিন
একটু একটু উড়ছি যাতে ভেঙে যায়
নদীর বুকে গোলাপবালার ছায়া