কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/নির্বাসন

নির্বাসন

তুই আমায় নির্বাসন দিয়েছিস দে
শুধু জেনে যা
আগুন কোনো আপন পর মানে না

এক্ষুনি যদি নামে তো নামুক
বাদলধারা
আয় ঢল আয় প্রপাতের চেয়ে
ছন্নছাড়া

নয়নে বিষ বিষ হৃদয়ে তাই পুড়েছি
তবু জেনে যা
বিষে কখনো বিষের ক্ষয় হবে না
তুই আমায় নির্বাসন দিয়েছিস দে
শুধু জেনে যা
আগুন কোনো আপন পর মানে না