কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ব্যক্তিগত প্রতীকের শেষ অবসান
(পৃ. ৪১)
ব্যক্তিগত প্রতীকের শেষ অবসান
আজ, লঘু মুহূর্তের ঘোরে, ফেটে পড়ছে।
নিজস্ব নির্মিতি
প্রতিটি বুদ্বুদে জেগে উঠছে সন্ত্রাসের
জৈব স্মৃতি
এতদিন ছায়া ও রোদের আড়ালে ছড়িয়ে পড়েছিল
শুধু আত্মভুক বিষ
কোথাও সঙ্গতি নেই, উত্থানের ছলে
ঘমে গেছি প্রত্যেকেই
আজ, লঘু মুহূর্তের ঘোরে, ফেটে যাচ্ছে।
নিভৃত করোটি
তাই ভালো মেনে নেয়া ব্যক্তিগত প্রতীকের
শেষ তাবসান
ভুলে যাওয়া ভালো রুদ্ধ জীবনের যত
ভ্রষ্ট কথাগুলি
নষ্ট জীবনের একাকী নিষাদ হয়ে আর কোনো
ডুবে যাওয়া নেই।
ধুলোর প্রচ্ছদ থেকে জেগে উঠবে রোজ
নতুন নির্মিতি