কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/সন ১৯৭৬

সন ১৯৭৬

ভিত নড়ে উঠছে। উঠুক। শক্ত হাতে কুলুপ
এঁটে দাও
দুয়ারে। দমকা হাওয়া নিভিয়ে দিচ্ছে আলো
তাপের অভাবে
নুলো হয়ে গেল চোখ। হিম জমে জমে
হিম। হিম
জমে-জমে হিম। ভারি হয়ে এ বুক। আলো
ভুলে-ভুলে
বুঝি এভাবেই নুলো হয়ে গেল সব। ভিত নড়ে
উঠছে। উঠুক
শক্ত হাতে কুলুপ এঁটে দাও দুয়ারে। হিম জমে-জমে
হিম। হিম
জমে-জমে হিম। দমকা হাওয়া নিভিয়ে দিচ্ছে আলো
অন্ধকার
আরো গাঢ়, তাই শক্ত মুঠোয় ধরো। ছিনিয়ে আননা
দু'হাতে তোমার
সকাল। আর, আপন গোপন তাপময় প্রতিরোধ।