কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/২৮
(পৃ. ২৮)
মুছে যাচ্ছে মুহূর্তেরা যাদের কখনও
ঐশ্বর্য ভেবেছি
শূন্য ভাঁড়ারের পুরোনো তৈজস থেকে
হারিয়ে গিয়েছে
মায়া আর একান্ত নির্জন অনুষঙ্গগুলি
সব মেনে নিই
যা কিছু লিখেছ তুমি নীরবতা দিয়ে
এই ভাষা, এই মরীচিকা
রাত॥ ১০-০০॥ ২৩.০১.২০১১॥ তদেব