কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৪২
(পৃ. ৩৬)
হঠাৎ চেতনা জুড়ে নামল তন্দ্রা, ডুবে গেল
স্নায়ু অন্তহীন অন্ধকারে
মুছে গেল সব গতি ও স্তব্ধতা
চোখ থেকে সরে গেল দৃষ্টি, জাগরণ
কোনো দেশকাল কোনো আলো
কোথাও ছিল না যেন স্থিতি ও অস্থিতি
সব মায়া, আসলে ক্রমশ শূন্যের গভীরে
নেমে যাচ্ছিল রথের চাকা
না স্মৃতি না সত্তা না ঘুম না স্বপ্ন
সমস্ত আকাশ আদিহীন অন্তহীন
আবার অতল থেকে টেনে নিল কেউ
কবচ-কুণ্ডল ফিরে এল
ফিরে এল স্পন্দনের অনুভব
গাঢ় পিপাসার বোধ
চোখ ফুটে উঠল অবিকল নয়নের মতো
তন্দ্রা ভেঙে জেগে উঠল তাপ
আলো ও বসুধা
অন্ধকার থাকুক পেছনে, অদূরেই
অন্য উপকূল হয়তো-বা
পুনর্জাগরণ
রাত॥ ৯-০০॥ (এম ইউ ৫৬৪-এর সূত্রে)॥ ৬.৫.২০১১॥ টুয়েণ্টি ফার্স্ট সেঞ্চুরি হোটেল॥ রুম নং ১০০৪॥ বেজিং