৩৩

এই জন্ম বিষে নীল, পরিত্রাণহীন
পুড়ে যায়, নির্বিকার
শুষে নিই নিজেই নিজের ছাই
শ্বাসে ও প্রশ্বাসে কেন
এত দাহ এত প্ররোচনা, জমে ওঠে
থরে থরে কালকূট
পুড়ে যায় এই জন্ম প্রতিরোধহীন

রাত ১১-০০, তদেব