কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৩
(পৃ. ১১৫)
৩
মেঘে-মেঘে বেলা বেড়ে যাচ্ছে
কোনো কোনো মেঘ বৃষ্টি দিয়েছিল
কোনো কোনো মেঘ দাহ, খরার আভাস
এরকম হয়ে থাকে নিয়মমাফিক
দিন আসে দিন যায় রাত ফিরে আসে
রোজ খসে পড়ে আয়ু, মুহূর্তেই মুহূর্তের ক্ষয়
এইসব গূঢ় কথা চোখের চাউনিতে বলে গেল
ছিপছিপে বেতের মতো সেই আকাশসুন্দরী
সত্যি কি শুনেছি আমি নাকি নিজেকে বলেছি
এইভাবে একবার তাকে দেখি
আরো একবার দেখি জানালার তুমুল আকাশ
দুপুর ১২-২৫, ৯ডব্যু ২৮৭৭॥ তদেব॥ গুয়াহাটি থেকে শিলচরের উড়ান