৩৭

শুভসন্ধ্যা সুন্দরের ঋতু, শুভসন্ধ্যা বাস্তবতা
শুভসন্ধ্যা ধৈর্যশীল ছায়া, শুভসন্ধ্যা নশ্বরতা
সূর্যাস্তের স্মৃতিভ্রম, ভাষার ভাঁড়ারঘর
তোমাদের শুভসন্ধ্যা অস্তিত্বের আর্তি ও চেতনা
দীর্ঘ দিন পেরিয়ে এসেছি পথে ও বিপথে ঘুরে
কত দৃশ্য ধূসর হয়েছে, মুছে গেছে অনেক সংকেত
শুভসন্ধ্যা, ভালবাসা, তবু তুমি রয়ে গেছ বায়ু ও নৈঋতে
শুভসন্ধ্যা অবসাদ, শুভসন্ধ্যা কলা ও কৈবল্য
শুভসন্ধ্যা কোলাহল, শুভসন্ধ্যা চিহ্নের ভুবন
তোমাদের শুভসন্ধ্যা নির্জনতা, আলো ও আলেয়া

রাত ন’টা, দিল্লি, ২৪.১১.১১