যা নেই তা নেই এই উচ্চারণে
কবিতা খোঁজো না
আদিগন্ত না এর ভেতরে অজস্র বুদ্বুদ
নেই শূন্য নেই পরিসর
ভাষা নেই ভাষ্য নেই চিহ্ন নেই
শুরু নেই শেষ নেই
চাওয়া নেই পাওয়া নেই আশা নেই
নিরাশাও নেই
বন্ধু নেই শত্রু নেই কাল নেই
কালান্তর নেই
যা নেই তা নেই এই উচ্চারণে
কবিতা খোঁজো না
আজন্ম আমৃত্যু দেখো জেগে উঠছে
অনন্ত না আর
না থেকে না থেকে বিন্দু বিন্দু
না এর তুমুল সমাবেশ

রাত ১০-২৫, ৭.১২.১১, বিশ্ববিদ্যালয় আবাসন