১৭

বলো, কোন দরজা ভেতরে আসার
গোলকধাঁধার মুখোমুখি
প্রত্যেকেই, জানো সেই কথা? যদি
জানো তবে রেখে যাও সব
প্ররোচনা, বাধা ও নিষেধ এই পারে
তারপর সিঁড়ি আর সিঁড়ি আর সিঁড়ি
যত যাও দ্যাখো যা ছিল ভিতর, বাহির হয়েছে

বিকেল ৪-২০, তদেব