২২

বুদ্বুদের সমাবেশ থেকে যদি ছিটকে আসে
বিন্দু-বিন্দু ভ্রম
প্ররোচনা ভেবে সরে এসো যেন কুচো-ঢেউ
নাগাল না পায়
তর্পণের বিধি কেউ জানে কেউ বা জানে না।
অশৌচের দিন
শেষ হয়ে গেলে জলে নেমে যদি বা স্মরণ করো
মহাগুরু-ঋণ
বুদ্বুদের সমাবেশে তার কোনো স্বীকৃতি মেলে না
ফিরে ফিরে আসে
ভ্রম, প্ররোচনা, তর্পণের বিধিকথা স্রোতের উজানে
মিশে যায় সব

কলকাতা বিমানবন্দর, বিকেল ১-২৫, তদেব