২৭

আরও একবার লিখে যাই মুখোশ-পুরাণ
প্রচ্ছদের শোভন আড়াল
যতই বজায় রাখো, ঝলসে ওঠে বাঘনখ
এফোঁড়-ওফোঁড় করে দেয়
সমস্ত বিন্যাস আর ক্রমশ অবশ
হয়ে যায় যা কিছু সম্বল ছিল
ভব্যতার সামাজিক পরিসর জুড়ে তবু লিখি
আরও একবার মুখোশ-পুরাণ

রাত ৯-৫০, তদেব