কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/২
(পৃ. ৪৫)
২
এই এক নৈশযাত্রা, আদিম প্রগাঢ়
আর প্রহেলিকাময়
শুরু হলো, চোরাবালি পেরিয়ে পেরিয়ে
যাওয়া যতক্ষণ দেখা যাবে
বাতিঘর, ভেবে নেওয়া এই তো সূর্যাস্ত
হলো আরো বাকি আছে
বালিয়াড়ি তারপর শান্ত উপত্যকা জুড়ে
জেগে থাকবে দীর্ঘতম
ভ্রমণ-পিপাসা সারারাত গাঢ়তর হবে
স্মৃতি অথবা বিস্মৃতি
এই এক নৈশযাত্রা প্রহেলিকাময়
সকাল॥ ৯-১০॥ ১৫.১০.১০॥ সুক্রতু (মহাস্টমী)