কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৩৬
(পৃ. ৬৩)
৩৬
হে আগুন, শুশ্রুষা করো যেন সব হিম
সরে যায়, নিঃশ্বাসে প্রশ্বাসে
ফিরে আসে ছন্দলয়, ফিরে আসে
জেগে উঠে জীবন আবার
তাপ দেয়, ফুটে ওঠে কুসুমের ঋতু আর
প্রতিটি পাঁপড়িতে লেখে
আগুনের শুভ সমাচার, লেখে হিম-অবসান
সন্ধ্যা ৫-৪০॥ ১১.১২.১০॥ বিশ্ববিদ্যালয় কার্যালয়