৪৩

বহুদিন হয়ে গেল হারিয়ে গিয়েছে
তাড়াতাড়া চিঠি
আর সেইসব রঙিন খামের বউ-কথা-কও
শিহরন, কাঁপা কাঁপা
হাতে ভুল ঠিকানায় পৌঁছে দেওয়া স্বপ্ন
অনেক বছর হয়ে গেল
চিঠি দিইনি কাউকে, অপেক্ষা করিনি
পিয়নের জন্যে
আমাদের পাড়া থেকে উঠে গেছে ডাকঘর
সেই কবে, কেউ
চিঠি দেয় না আমাকে, দীর্ঘ শীতঘুম থেকে
কেউ আর জাগাবে না
না, এসব আর বলার মতো লেখার মতো কথা নয়

বিকেল ৩-২৫॥ ১১.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন