কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৫
(পৃ. ৪৭)
৫
যত টীকা-ভাষ্য করি মোছে না সন্তাপ
আয়-ব্যয় শূন্যস্থিতি
প্রতিটি মুহূর্তে দেখি আলোর পেছনে
গুঁড়ি মেরে থাকে অন্ধকার
সারাটা জীবন জুড়ে এত এত মৃত্যুর মোচ্ছব
শুষে নিচ্ছে সব কথা
তবুও আরেকবার লিখি, তোমাকে নিয়েই
জেগে উঠি আগুনের আঁচে
সকাল॥ ১১-১৫॥ ৩০.১১.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন