কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৫৩
(পৃ. ৭১)
৫৩
কীভাবে লিখব সহজ কথা
সহজ শিখিনি
বানানো নাটকে হারিয়ে গিয়েছে।
সহজের ভাষা
উগ্র কোলাহল থেকে ডুবুরির মতো
সরে গিয়ে খুঁজে নিই
সুষুম্নার ইড়া ও পিঙ্গলা চুপিচুপি
চূড়ান্ত যাত্রায়
সঙ্গে নেই কেউ তাই লিখে যাই
ছাই আর আগুনের
লাজুক ইশারা, কীভাবে লিখব সহজ কথা
সহজ শিখিনি
সকাল ৭-৪৫॥ ১৪.১২.১০॥ রঞ্জুর বাড়িতে, কলকাতা