কে বা ভাল?


যেমতি অম্বরে ঝিকি ঝিকি করে।
তারাকানিকরে,—তেমতি সুদূরে
অসংখ্য আলোক মিশি পরম্পরে
খেলা করে অই নিবিড় আঁধারে
খেলা করে যথা মুনি মন লোভা
নিবিড় কুন্তলে মণিময় আভা!


কোনটি রে ভাল আঁধার না আলো?
রজনী না তারা মণি না কুন্তল?
নিশিতে সুন্দর দীপ মনোহর
নিশিতে সুন্দর তারকানিকর,
দিবসেতে নয় একি চমৎকার
কে বা ভাল, এর আলো কি আঁধার
মিশি পাশে পাশে সমান উচ্ছ্বাসে
অই যে দুপাশে, বিশ্বেশ্বর পাশে

জ্ঞানালোকময় জ্ঞানিবৃন্দগণ
অজ্ঞান আঁধারে ঘোর মূঢ় জন
চলেছে চলেছে, ওহে চন্দ্রচূড়
কারা ভাল এর জ্ঞানী কিংবা মূঢ়,

প্রভাকর করে  পরকাশ তরে
আঁধার বাহিরে  যথা নীলাম্বরে
অন্যান্য আলোক মিশিতে রয়,
তেমতি হে দেব! তব করুণায়
অজ্ঞানে আঁধারে  ভাবিছে সুন্দর
শূন্য হয় হ’ক  তবু মনোহর

ভবিষ্য আকাশে স্বর্গীয় আকাশে
সুখে সেবিবে সে সুখের বাতাসে
জ্ঞানালোক ভাবে কিসে লীন হয়ে
তোমাতে শেষেতে যাইবে মিশিয়ে
কারা ভাল দেব? এর কে বা ভাল?
জ্ঞানী কিংবা মূঢ়? আঁধার না আলো


সমাপ্ত।