কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড)/ভানুসিংহ ঠাকুরের পদাবলী/১০

১০

বজাও রে মােহন বাঁশি!
সারা দিবসক বিরহ-দহন-দুখ,
মরমক তিয়াষ নাশি।
রিঝ মন-ভেদন বাঁশরি-বাদন
কঁহা শিখলি তুঁহুঁ কান?
হানে থিরথির মরম-অবশকর
লহু লহু মধুময় বাণ।
ধসধস করতহি বক্ষ বিয়াকুলু
ঢুলু ঢুলু অবশ-নয়ান।
কত দিনরজনীক স্মরণসৌরভে
চঞ্চল করয় পরাণ।
কত সুখ পরশল হরষল চেতন
কত সুখ করল পয়ান।
মিলন বিরহ কত পিরীতি-বেদন
হিয়ে বিঁধাওল বাণ।
হৃদয় উদাসয়, নয়ন উছাসয়
দারুণ মধুময় গান।
সাধ যায়, বঁধু, যমুনা-বারিমে
ডারিব বিভল-পরাণ।

চঁদনি রাতে দক্ষিণ বাতে
কুসুমিত কুঞ্জবিতানে,
সাধ যায় মম বিশ্ব মিলায়ব,
বাঁশিক সুমধুর গানে।
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়,
রাধাময় তব বেণু।
জয় জয় মাধব, জয় জয় রাধা,
চরণে প্রণমে ভানু।